Friday 11 July 2014

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়

অনেক ডাউনলোড সাইট থেকেই ইউটিউব  ভিডিও ডাউনলোড করছেন। কিন্তু কত রকম ঝামেলাই না পোহাতে হয়।
কোন সাইট জাভা চায় তো কোনটা সাইন আপ করতে বলে, কোনটা রিজুম হয় না আরও কত সমস্যা।
আর নয় ঝামেলা এখন খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন কোন সফটওয়্যার, সাইন আপ অথবা অন্য ঝামেলা ছাড়াই।

পদ্ধতিঃ
১। প্রথমে নিচের সাইট এ যান।
http://en.savefrom.net/
২।এর পর যেই ভিডিওটা ডাউনলোড করবেন তার লিঙ্কটা কপি করে ওই সাইট এর পেস্ট বক্স এ পেস্ট করুন।
৩।এরপর দেখবেন অনেকগুলো ডাউনলোড অপশন দেখাচ্ছে।আপনার সুবিধামত যেকোনো কুয়ালিতির ভিডিও ডাউনলোড করুন।

Saturday 22 March 2014

Snapshot নেওয়ার জন্য দারুণ প্রয়োজনীয় একটি সফটওয়্যার (WINSNAP)

 Snapshot নেওয়ার জন্য দারুণ প্রয়োজনীয় একটি সফটওয়্যার (WINSNAP)




Snapshot নেওয়ার জন্য সবার প্রিয় এবং ফ্রীলাঞ্চারদের জন্য অসাধারন একটি প্রয়োজনীয় সফটওয়্যার (winsnap)

উইনস্নাপ এর ট্রায়াল ভার্সন এর দিন শেষএখনই নিন উইনস্নাপ এর ফুল ভার্সন ।

একদম ফ্রীতে নিন উইনস্নাপ এর ফুলভার্সন 4.5





ফুলভার্সন ডাউনলোড করতে প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করুন ।




এরপর ফাইলটি ডাউনলোড হয়ে গেলে উইনরার দিয়ে আনজিপ করে

প্রথমে ইন্টারনেট ক্লোজ করুন ।

এরপর সেটআপ ফাইল ইন্সটল দিন ।

ফাইল ইন্সটল দেয়ার পর অ্যাপলিকেশন ওপেন করবেন না ওপেন থাকলে টাস্ক ম্যানেজার থেকে ক্লোজ 

করুন ।

এরপর আকটিভেটর ফাইল রান করুন।

Successful দেখালে বুঝবেন আকটিভ হয়েছে ।

ভুলত্রুটি ক্ষমা করবেন ।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।

মন চাইলে আমার ব্লগ এ ঘুরে আসতে পারবেন ।

উইন্ডোজ 8 এর ডেক্সটপ এ কম্পিউটার আইকন আনুন, সহজে কম্পিউটার ব্যাবহার করুন ।

উইন্ডোজ 8 এর ডেক্সটপ কম্পিউটার আইকন আনুন, সহজে কম্পিউটার ব্যাবহার করুন


উইন্ডোজ 8 এর ডেক্সটপ এ কম্পিউটার আইকন খুজে পাচ্ছেন না বা আনতে পারছেন না?
এখনি নিন সমাধান ।
প্রথমে আপনার উইন্ডোজ 8 এর ডেক্সটপ এর উপর মাউস দিয়ে ডান ক্লিক করুন ।
এরপর personalize ক্লিক করুন ।
এরপর স্ক্রীনসট এর মত change desktop icons এ ক্লিক করুন



এরপর নিচের ছবির মত computer বাটন মার্ক করুন এবং অ্যাপ্লাই ওকে ক্লিক করুন । চাইলে আপনি কন্ট্রোল প্যানেল আর নেটওয়ার্ক ও সিলেক্ট করতে পারেন কাজের সুবিধার জন্য ।



ব্যাস কাজ শেষ ।
ভুলত্রুটি ক্ষমা করবেন ।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।
মন চাইলে আমার ব্লগ এ ঘুরে আসতে পারবেন ।


Saturday 8 March 2014

গুগল ক্রোম এর "অনলাইন সেটআপ" এর ঝামেলা থেকে মুক্তি ।  এখুনি নিয়ে নিন  "অফলাইন সেটআপ" ফাইল।
                 (Latest Version)

১। লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে প্রথমে নিচের লিঙ্ক ক্লিক করুন।


২। এরপর   Alternate installer for one user account   অথবা   Alternate installer for all user accounts  ক্লিক করুন।




৩। এরপর উপরের মত Accept & Install ক্লিক করুন এবং আপনার ডাউনলোড মুহূর্তেই শুরু হবে।