Saturday 22 March 2014

উইন্ডোজ 8 এর ডেক্সটপ এ কম্পিউটার আইকন আনুন, সহজে কম্পিউটার ব্যাবহার করুন ।

উইন্ডোজ 8 এর ডেক্সটপ কম্পিউটার আইকন আনুন, সহজে কম্পিউটার ব্যাবহার করুন


উইন্ডোজ 8 এর ডেক্সটপ এ কম্পিউটার আইকন খুজে পাচ্ছেন না বা আনতে পারছেন না?
এখনি নিন সমাধান ।
প্রথমে আপনার উইন্ডোজ 8 এর ডেক্সটপ এর উপর মাউস দিয়ে ডান ক্লিক করুন ।
এরপর personalize ক্লিক করুন ।
এরপর স্ক্রীনসট এর মত change desktop icons এ ক্লিক করুন



এরপর নিচের ছবির মত computer বাটন মার্ক করুন এবং অ্যাপ্লাই ওকে ক্লিক করুন । চাইলে আপনি কন্ট্রোল প্যানেল আর নেটওয়ার্ক ও সিলেক্ট করতে পারেন কাজের সুবিধার জন্য ।



ব্যাস কাজ শেষ ।
ভুলত্রুটি ক্ষমা করবেন ।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।
মন চাইলে আমার ব্লগ এ ঘুরে আসতে পারবেন ।


No comments:

Post a Comment